নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় শুক্রবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে ১৩৫ কেজি গাঁজা, ১০ হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল এবং ১ হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাব উদ্ধার করা হয়। এসময় লাভরাপাড়া গ্রামের তিন যুবক—তানজিদ হাসান (২৮), রিফাত মিয়া (১৮) ও রিদুল মিয়া (২৩)—কে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জে সেনা নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদকসহ তিন যুবক গ্রেপ্তার