অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্য মামলায় ও অপরাধে ১ হাজার ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতার হয়েছে ১ হাজার ৬৮৩ জন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এছাড়াও গত ২৪ ঘন্টায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, স্টিলের চাপাতি, জং ধরা ছুরি, কিরিচ ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ছয় হাজার ৪১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে অঙ্গসংগঠনের নেতারাও রয়েছে।