শুক্রবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ও টেকনাফ থানার পুলিশ যৌথভাবে শীর্ষ সন্ত্রাসী ‘লম্বা মিজান’-এর বাড়ি তল্লাশি করে তিনটি পিস্তল, নয় রাউন্ড গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের মাধ্যমে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিশ্লেষকদের মতে, নৌবাহিনীর এ ধরনের অভিযান আন্তঃসংস্থাগত সহযোগিতা জোরদার করছে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাদক ও অবৈধ অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার