নির্বাচনি প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগের প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটির নারী শাখা মহিলা জামায়াত। আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম এবং অলিউল্লা নোমান। পরে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহিলা বিভাগের প্রথম কর্মসূচি, যা দলটির অবস্থান প্রকাশের একটি প্রকাশ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মহাসমাবেশ করবে মহিলা জামায়াত