Web Analytics

জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই আসনে প্রার্থী হওয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান।

নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। আইনি লড়াইয়ে প্রার্থিতা টিকিয়ে রাখার পরও দলীয় প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে সরওয়ার জানান, তিনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছেন এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী।

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে সরওয়ার বলেন, তারেক রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবেন এবং সুশাসন ও শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন।

20 Jan 26 1NOJOR.COM

তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরওয়ার

Person of Interest

logo
No data found yet!