ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনি ট্রাইব্যুনাল। এ সময় আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করেন ফয়জুল করিমের অনুসারীরা। কয়েকশ জনতা আদালতের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর রায়ের তারিখ পরিবর্তনের খবর শুনে বিক্ষোভ কর্মসূচি শেষ করে চলে যান তারা। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়।
মেয়র ঘোষণার দাবিতে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করেন ফয়জুল করিমের অনুসারীরা