ইসরাইল যখন ইরানে হামলা বাড়াচ্ছে, তখন ইউক্রেন যুদ্ধ ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে রাশিয়া সামরিকভাবে নিরব। সিরিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাশিয়া চাইছে মধ্যস্থতাকারী হয়ে লাভ তুলতে। ইরানি শাসনব্যবস্থা পতনের মুখে, মস্কো কূটনৈতিক পথে প্রভাব ধরে রাখতে চায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বাড়ায় অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে রাশিয়া—এই বিশৃঙ্খল পরিস্থিতিকে তারা পরিণত করছে এক কৌশলগত সুযোগে।