Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, গোয়াইনঘাটে সাদাপাথর লুটের ঘটনা নিয়ে দুদকের প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি প্রতিবেদন অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছাড় পাবেন না। উপদেষ্টা বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই সরকারের অগ্রাধিকার। তিনি জানান, সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে, আর ভোট কেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি এপিবিএন সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নুর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি ভার্সিটি প্রসঙ্গে বলেন, শিক্ষকরা অত্যন্ত যোগ্য, তাই তাদের উদ্যোগে শিক্ষক–শিক্ষার্থী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর রয়েছে। সীমান্ত এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!