চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ফাঁকা থাকা ৪৭টি আসনে দ্রুত প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামি। রোববার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় বাকি ১০ দলের পক্ষ থেকে এক-দুই দিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করা হবে এবং যৌথ নির্বাচনি ইশতেহার প্রণয়নের বিষয়েও ভাবা হচ্ছে। এর আগে ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়, যার ফলে জোটের প্রার্থী তালিকায় পরিবর্তন আসে।
এহসানুল মাহবুব আরও জানান, ১০ দলের নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি ঢাকা থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। নির্বাচন কমিশনের সামনে ছাত্র সংগঠনের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি যেন নির্বাচনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে এবং কমিশন যেন নিরপেক্ষ থাকে।
ইসলামী আন্দোলনের প্রস্থানের পর ৪৭ আসনে প্রার্থী দেবে জামায়াত