Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার ঢাকার একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে বলেন, তিনি প্রার্থনা করেন যেন খালেদা জিয়া শেখ হাসিনার ফাঁসি দেখতে পারেন। বর্তমানে খালেদা জিয়া সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতা এবং ডায়াবেটিসসহ নানা সমস্যা রয়েছে। হাসনাত অভিযোগ করেন, জেলে থাকা অবস্থায় খালেদাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন এবং তার চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

29 Nov 25 1NOJOR.COM

খালেদা জিয়ার অসুস্থতার মাঝে শেখ হাসিনার ফাঁসি নিয়ে এনসিপি নেতার বিতর্কিত মন্তব্য

Person of Interest

logo
No data found yet!