জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট–দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির ২১৪ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৩০ জন এই জোটে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় তাবাসসুম তার ফেসবুক পোস্টে লেখেন, নীতির চাইতে রাজনীতি বড় নয় এবং প্রতিশ্রুতি রক্ষা জরুরি।
এর আগে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ডা. তাসনিম জারা। তার পরপরই এনসিপির তিন শীর্ষ নেত্রী—সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু—ফেসবুকে নিজেদের অবস্থান প্রকাশ করেন। শারমিন জানান, তারা লড়াই চালিয়ে যাবেন, আর মিতু পশ্চিমা প্রভাবিত গোষ্ঠীর প্রতি অবিশ্বাস প্রকাশ করেন।
এই ঘটনাগুলো এনসিপির ভেতরে জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতভেদের ইঙ্গিত দিচ্ছে, যা আসন্ন নির্বাচনে জোটের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানালেন নুসরাত তাবাসসুমসহ এনসিপির ৩০ নেতা