‘জুলাই গণহত্যা’ মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্যে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার পর ট্রাইবুনালে অভিযোগ দাখিল করেন। এ শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
‘জুলাই গণহত্যা’ মামলায় হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে।