Web Analytics

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি স্টেশনের সদস্যরা শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ আটজন পাচারকারীকে আটক করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার সকালে জানান, প্রায় দুই লাখ পঁচিশ হাজার টাকার সিমেন্ট অবৈধভাবে রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত বোট ও মালামাল হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে, যাতে অবৈধ বাণিজ্য কার্যক্রম দমন করা যায়।

20 Dec 25 1NOJOR.COM

কোস্টগার্ডের অভিযানে মিয়ানমারগামী ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আট পাচারকারী আটক

Person of Interest

logo
No data found yet!