শুক্রবার সকালে বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে আবারও বিএসএফ গুলিবর্ষণ করেছে। সীমান্ত গ্রামের মানুষ জানান, প্রতি দিবা-রাত্রির ন্যায় সীমান্ত এলাকা চারাগাঁও, বাঁশতলা, লালঘাট পশ্চিমপাড়া, গুচ্ছগ্রামের ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারি থেকে চোরাচালানের কয়লা আনতে অবৈধভাবে সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে। এরপর বিএসএফের গুলির সম্মুখীন হয়। কয়েকজন পালিয়ে এলেও কেউ কেউ ওপারে আটক রয়েছে, তবে হতাহতের খবর জানা যায় নি।
বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে আবারও বিএসএফ গুলিবর্ষণ করেছে।