জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা বুধবার রাতে স্থবির হয়ে পড়ে। টেকনিক্যাল সমস্যার কারণে গণনা স্থগিতের পর ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় শুরু হলেও নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট তিন ঘণ্টায়ও গণনা শেষ করতে পারেনি নির্বাচন কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ভোট প্রথমে হাতে গণনা করা হবে। এরপর দুটি ওএমআর মেশিনে গণনা চালানো হবে এবং যেটির ফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেটিই পরবর্তী কেন্দ্রগুলোর জন্য ব্যবহৃত হবে।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে, যেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫। গত ৩০ ডিসেম্বরের নির্ধারিত ভোটগ্রহণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয় এবং শিক্ষার্থীদের আন্দোলনের পর ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বামপন্থি সমর্থিত প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জকসু ভোট গণনায় তিন ঘণ্টায়ও নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট গণনা অসম্পূর্ণ