Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোটকে সামনে রেখে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়া এ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা ও দক্ষতা বৃদ্ধি করা। এতে নির্বাচনি আইন, প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলা, এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করতে হবে।

আয়োজকদের মতে, ধারাবাহিক এ ধরনের প্রশিক্ষণ দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

16 Jan 26 1NOJOR.COM

জাতীয় নির্বাচন ঘিরে ৫০ সাংবাদিককে নির্বাচনী সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি

Person of Interest

logo
No data found yet!