Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে এক যুব নীতি আলোচনায় বাংলাদেশের ব্যাংক ঋণ প্রক্রিয়া সহজীকরণ ও স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন। রোববার হোটেল রেডিসনে আয়োজিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সামনে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, অনেক তরুণ বিদেশে পড়তে যেতে চায় কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ বহন করতে পারে না, তাই বিএনপি স্টুডেন্ট লোন চালুর উদ্যোগ নিতে চায়।

তিনি অভিযোগ করেন, আগের সরকার কথিত উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করবে। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি সহ্য করা হবে না, তাহলে ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। তিনি আরও জানান, বিএনপি সরকার নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

25 Jan 26 1NOJOR.COM

চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় স্টুডেন্ট লোন ও ঋণ সহজীকরণের পরিকল্পনা জানালেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!