নোয়াখালীর সদরে গণঅভ্যুত্থানে শহিদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। বহিরাগতরা রিমনের জন্য স্কুলের ভিতর তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। হাসপাতালেও হামলা করতে যায়!
গণঅভ্যুত্থানে শহিদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে