Web Analytics

পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এক সরকারি কর্মকর্তার স্ত্রী ও তার ছেলে এই নির্মম কাজটি করেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশাসন কর্মকর্তার কোয়ার্টার বরাদ্দ বাতিল করে এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় প্রাণি কল্যাণ আইন ২০১৯–এর প্রয়োগযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইনে পথকুকুর বা বিড়ালসহ যে কোনো প্রাণি হত্যা বা নির্যাতনের জন্য ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। আইনজীবীরা জানান, সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না; প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত কর্মকর্তার লিখিত অভিযোগ প্রয়োজন হয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায়। প্রাণি অধিকার সংগঠনগুলো কঠোর আইন প্রয়োগ ও নাগরিক অংশগ্রহণের সুযোগ দাবি করেছে।

03 Dec 25 1NOJOR.COM

পাবনায় আট কুকুরছানা হত্যায় দেশজুড়ে ক্ষোভ, প্রাণি কল্যাণ আইনের দুর্বলতা প্রকাশ

Person of Interest

logo
No data found yet!