সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁয়ে দিনব্যাপী প্রচারপত্র বিলি করা হয়েছে। পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকা থেকে এ প্রচারপত্র বিলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পথসভায় বক্তারা বলেন- ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বিচার ব্যবস্থা, নারী অধিকার, কৃষকের ন্যায্য অধিকারসহ নাগরিক অধিকার রক্ষা পাবে।
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী প্রচারপত্র বিলি করা হয়েছে।