চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিপন্ন প্রজাতির পলাশ মেছো ঈগলকে উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে উপজেলার উত্তর ছদাহা এলাকায় পুকুরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ঈগলটি হাই ভোল্টেজ বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহত ঈগলটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য সেটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, পলাশ মেছো ঈগল বড় আকারের বাদামী সামুদ্রিক ঈগল, যা সাধারণত জলজ মাছ শিকার করে এবং এর লেজে সাদা ব্যান্ড থাকে। বাংলাদেশে এটি একটি বিপন্ন প্রজাতি এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট বিপন্ন পলাশ মেছো ঈগল উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে