গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর কামান ও বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিন মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা চালানো হয়। হামলাগুলো গাজার বিভিন্ন স্থানে সংঘটিত হয়, যার মধ্যে খান ইউনিস, গাজা সিটি এবং মাগাজি শরণার্থী শিবির অন্তর্ভুক্ত। এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
খান ইউনিসের বানি সুহেলা গোলচত্বরের কাছে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হন, আর গাজা সিটির পূর্ব দিকে গুলিতে আরও দুজন প্রাণ হারান। দি নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী শনিবার মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালায়। এর আগে বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে বাস্তুচ্যুত নাগরিকও ছিলেন।
এই ঘটনার পর হামাস যুক্তরাষ্ট্রকে ইসরাইলি সেনাবাহিনীকে ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ করেছে। একই সঙ্গে গাজার মানুষ প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন, ভারী বৃষ্টি ও ঝড়ে বহু তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ ও মানবিক সংকট তীব্রতর