সাদিক কায়েম বলেছেন, ডাকসু জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম, ঢাবি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তিনি শুরুতেই বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ’৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ। আরও বলেছেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন এক করে কাজ করেছেন। যে ধর্মের, মতের, পথের হোক না কেন— সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নিরাপদ ক্যাম্পাস হবে নারীদের জন্য। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া। নবনির্বাচিত ভিপি বলেছেন, যারা নির্বাচনে অংশ নিয়েছে, তারা প্রত্যেকে একেকজন উপদেষ্টা। আশা করি তারা সবাই পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছিল। এখান থেকেই দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লড়াই চলবে। এদিকে এস এম ফরহাদ হোসেন বলেছেন, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। কোনও ভুল করলে সেটি আমাকে জানাবেন। কোনোরকম বিজয় মিছিলে আমরা যেতে চাইছি না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।