জামায়াতে ইসলামীর নেতা হুমায়ুন কবীরের নেতৃত্বে পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়। হুমায়ুন কবীর জানান, দীর্ঘ দিন যাবত মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।
জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়।