মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে বিশেষ অভিযানে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন। সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই করা হয়। অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতের নাগরিক রয়েছেন। নিলাইয়ের একটি সাবান উৎপাদন কারখানায় সর্বাধিক ৫৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আটকদের তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তান।
নেগেরি সেম্বিলানে অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক