Web Analytics

জুলাই বিপ্লবী ছাত্রজনতা সোমবার (২৬ জানুয়ারি) নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে, যেখানে তারা তথাকথিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়। বিক্ষোভটি শহরের বড় বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, হত্যা ও গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্য হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ছাত্রনেতারা আশঙ্কা প্রকাশ করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভটি নীলফামারীতে রাজনৈতিক উত্তেজনা ও নির্বাচনের আগে সহিংসতার আশঙ্কা নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটায়।

26 Jan 26 1NOJOR.COM

নীলফামারীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!