জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বলে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠকে ড. রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন এবং বর্তমানে কার্যকর থাকা ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত গ্রিয়ার প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং মার্কিন কাঁচামাল ব্যবহার করা পোশাকের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে একমত হন। উভয় পক্ষ দ্রুত অমীমাংসিত বিষয়গুলো সমাধান করে পারস্পরিক শুল্ক চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। ড. রহমান বলেন, বাণিজ্য বৃদ্ধির ফলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়বে।
তিনি মার্কিন ‘ভিসা বন্ড’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির পর ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান জানান এবং বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিল প্রাপ্তির অনুরোধ করেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বৈঠকে শুল্ক হ্রাস ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা