বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, সরকারি জায়গা দখল, পরিকল্পনাহীন নগরায়ণ ও প্রশাসনিক সমন্বয়ের অভাবে ঢাকা আজ চরম সংকটে পড়েছে। ১৯ জানুয়ারি ২০২৬ রাজধানীর গুলশানে গুলশান সোসাইটি ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে হলে সিটি গভর্নমেন্ট গঠন ছাড়া বিকল্প নেই।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী হতে দেয় না, ফলে সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা ও ডেসকোর মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। মেয়রের হাতে কার্যত কোনো ক্ষমতা নেই, অথচ আইনশৃঙ্খলার দায় তার ওপর চাপানো হয়। তিনি বলেন, ঢাকার সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, জনগণের স্বার্থ সেখানে উপেক্ষিত হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নগর ভাবনায় পরিচ্ছন্ন ঢাকা, কার্যকর স্বাস্থ্যসেবা, যুব কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ ও আধুনিক নগর ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। সালাম বলেন, ঢাকাকে বাঁচাতে জাতীয় পর্যায়ের পরিকল্পনা ও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষা অপরিহার্য। তিনি রাজধানীর প্রভাবশালী নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
আবদুস সালাম ঢাকার সংকট সমাধানে পূর্ণ ক্ষমতাসম্পন্ন সিটি গভর্নমেন্টের আহ্বান জানান