হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর লাগেজ থেকে ১ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ। বুধবার (১৯ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে। আটক যাত্রীর নাম মো. সামির, তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী ছিলেন। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম তল্লাশির সময় ইয়াবাগুলো শনাক্ত করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরে মাদক পাচার রোধে নিরাপত্তা জোরদার রাখার বিষয়টি এ ঘটনায় আবারও গুরুত্ব পেয়েছে।
ঢাকা বিমানবন্দরে মালদ্বীপগামী যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার