জোনায়েদ সাকি বলেন, আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির চক্রান্তকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দরকার জনগণের বৃহত্তর ঐক্যকে আরও শক্তিশালী করা। চট্টগ্রাম বন্দরসহ যেকোনো আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করা। সাকি বলেন, ফারাক্কা বাঁধের বিরুদ্ধে কিংবা নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনের সুউচ্চ প্রতীক হচ্ছেন মওলানা ভাসানী। ভাসানী বলতেন, নদীর পানি কেবল মানুষের জন্য নয়, এতে সব প্রাণি ও প্রাণের হক জড়িত। আরও বলেন, তথাকথিত লোকদেখানো ভারতবিরোধীতা দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে না বরং ভারতের সঙ্গে যৌথ জায়গাগুলোর মীমাংসা করতে হলে দ্বিপক্ষীয়ভাবে যদি সমাধান না হয়, তবে আন্তর্জাতিকভাবে আমাদের সেগুলো তুলতে হবে।
চট্টগ্রাম বন্দরসহ আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্তে সবার সঙ্গে আলোচনা করুন: জোনায়েদ সাকি