২০২৫ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ‘সোনালি যুগে’ নির্মিত এক পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে এই স্থানটি বেছে নেওয়া হয়েছে। বর্তমানে স্টেশনটি লোকাল ‘৫ নম্বর’ ট্রেনের ঘোরার পথ হিসেবে ব্যবহৃত হয়। যখন হাজার হাজার নিউইয়র্কবাসী টাইমস স্কয়ারে নববর্ষের ক্ষণ গণনায় অংশ নেবেন, তখনই এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মামদানি এক বিবৃতিতে বলেন, এটি এমন এক শহরের স্মৃতিস্তম্ভ যা একসময় সুন্দর কিছু গড়ে তোলার সাহস দেখিয়েছিল এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দিয়েছিল। তিনি বলেন, এই উচ্চাকাঙ্ক্ষা অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং শহরের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা হওয়া উচিত। তিনি লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন।
অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেবেন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, উপস্থিত থাকবেন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং শপথ পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ৩৪ বছর বয়সী মামদানি গত ৪ নভেম্বর নির্বাচনে অ্যান্ড্রিও কুওমো ও কার্টিস স্লিওয়াকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হন।
নিউইয়র্কের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি