পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি জানিয়েছে, চুক্তির বেশ কিছু মৌলিক শর্ত এখনও বাস্তবায়ন হয়নি, যার ফলে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। রাঙামাটিতে অনুষ্ঠিত ১০ম সভায় ভূমি সমস্যার দ্রুত সমাধান ও প্রধান ধারাগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। চ্যালেঞ্জ মোকাবেলায় উপকমিটি গঠনের প্রস্তাবও আসে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সরকার পুরনো সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। এটি বর্তমান সরকারের অধীনে কমিটির প্রথম সভা, শিগগিরই আরও সভা অনুষ্ঠিত হবে।
পার্বত্য শান্তি চুক্তির মূল শর্তগুলো এখনো অপূর্ণ, বাস্তবায়নে কমিটির তৎপরতা শুরু