আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের শত শত কোটি টাকার সম্পত্তি যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা (এনসিএ) জব্দ করেছে। সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীদের এই সম্পত্তিগুলো সরকারী চুক্তি ও ব্যাংক খাত থেকে লুটপাট করা অর্থ দিয়ে কেনা হয়েছে। অনেকে এখন দ্রুত এসব সম্পদ বিক্রির চেষ্টা করছে। বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাজ্যকে আরও সম্পত্তি ফ্রিজের আহ্বান জানিয়েছে। যদিও কিছু মহল একে রাজনৈতিক প্রতিহিংসা বলছে, তবে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ উঠে এসেছে।