প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ইউনূস বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা বিশ্বে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হবে না এবং জাতি যদি কখনো দিশেহারা হয়, এই জাদুঘরই পথ দেখাবে।
জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের শাসনের চিত্র তুলে ধরা হয়েছে। ইউনূস নাগরিক ও শিক্ষার্থীদের সেখানে এসে সময় কাটানোর আহ্বান জানান, যাতে তারা জাতির অতীতের নৃশংসতা সম্পর্কে জানতে পারে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অনেক তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রমে অল্প সময়েই কাজটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাকি অংশগুলো দ্রুত শেষ করে নির্বাচনের আগেই জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
জাদুঘরে অভ্যুত্থানের ছবি, স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, দলিল ও অডিও-ভিডিও উপকরণ সংরক্ষিত রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।
জুলাই অভ্যুত্থান জাদুঘর পরিদর্শনে ইউনূস, অতীতের নৃশংসতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান