মহেশপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি জানায়, টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে আট বাংলাদেশিকে আটক করে বিজিবি। খোসালপুর টহলে নারী ও শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি। এ দিকে পলিয়ানপুর সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক এসব অভিযানে আটক ১৫ জনের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।