Web Analytics

শেরপুর-৩ আসনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বুধবার (২৮ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে পুরান ঢাকার তাতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরে এসে প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়। শিক্ষার্থীরা হত্যার বিচার ও দায়ীদের জবাবদিহির দাবি জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানান এবং অভিযোগ করেন, ভিন্নমতের কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ ছাত্র সংগঠনের নেতারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে রক্তের রাজনীতি শুরু হয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

বক্তারা সতর্ক করে বলেন, সহিংস রাজনীতি অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তিপূর্ণ রাজনীতির দাবি অব্যাহত রাখবে।

29 Jan 26 1NOJOR.COM

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!