জাতীয় গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাফিজা আক্তার ঝুমুর। তিনি বলেন, অহিদুল ইসলাম দুর্জয়ের সঙ্গে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকরি করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। সেই সময় তিনি অনেক আপত্তিকর ছবি তুলে রাখেন। সেগুলো আমার স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকাও নেন। মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি হলে আমি পাওনা টাকা চাই। সেই সময় আমাকে একটা ২০ লাখ টাকার চেক দেন অহিদুল ইসলাম দুর্জয়। যা ছিল ভুয়া। এই মামলায় ওহিদুল এখন কারাগারে।
জাতীয় গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ