শুক্রবার দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে একটি টমটমে করে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে খবর পেয়ে বিশেষ অভিযানে নামে পুলিশ। সন্দেহভাজন একটি টমটম থামিয়ে তল্লাশি চালিয়ে ১১ বস্তা এবং পাশের মতিউর রহমানের দোকান থেকে ২৪ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ তাকে আটক করে পুলিশ। আটক চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।