বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১০৪ নম্বর কক্ষে ১৬ মিনিটে নিবন্ধন কার্যক্রম শেষ করেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, আঙুলের ছাপ দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন।
দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি। ৩১ অক্টোবর ইসি ভোটার তালিকা চূড়ান্ত করলেও তফসিল ঘোষণার পর তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার হন। এর ফলে ঢাকা-১৭ আসনের সম্পূরক ভোটার তালিকা সংশোধন করে প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সব বাধা কেটে গেছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয় ১১ ডিসেম্বর, আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বগুড়া থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
তারেক রহমান এনআইডি নিবন্ধন সম্পন্ন করে নির্বাচনে প্রার্থী হওয়ার পথ খুললেন