Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ক্যারিবীয় সাগরে ২ সেপ্টেম্বর সন্দেহভাজন ‘নার্কো-টেররিস্ট’ নৌযানে হামলার নির্দেশদাতা অ্যাডমিরাল মিচ ব্র্যাডলির পক্ষে অবস্থান নিয়েছে। পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন জানান, হোয়াইট হাউস হামলার অনুমোদন দিয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ব্র্যাডলির সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছেন। ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, প্রথম হামলায় সবাই নিহত না হওয়ায় হেগসেথ দ্বিতীয় হামলার নির্দেশ দেন, তবে হোয়াইট হাউস জানায়, সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন ব্র্যাডলি নিজেই। উইলসন বলেন, পশ্চিম গোলার্ধে এখন পর্যন্ত ২১টি এমন অভিযান চালিয়ে ৮২ জন নিহত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ ও প্রয়োজনীয়। হেগসেথ জানান, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পেন্টাগন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে জানায়, নিউইয়র্ক টাইমস ইতোমধ্যে সেটি খণ্ডন করেছে।

03 Dec 25 1NOJOR.COM

ক্যারিবীয় সাগরে নার্কো-টেররিস্ট নৌযান হামলায় অ্যাডমিরাল ব্র্যাডলির সিদ্ধান্তে পেন্টাগনের সমর্থন

Person of Interest

logo
No data found yet!