প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা আইসিসির কোনো সরাসরি জবাব নয়। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ক্রীড়া উপদেষ্টা যে যোগাযোগের কথা বলেছেন, সেটি আসলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আইসিসির একটি আন্তঃবিভাগীয় হুমকি মূল্যায়ন নোট।
আজাদ মজুমদারের দাবি, বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার অনুরোধের জবাবে আইসিসি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এর আগে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা কর্মকর্তারা একটি চিঠিতে জানিয়েছেন তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি, সমর্থকদের জাতীয় দলের জার্সি পরিধান, এবং নির্বাচন ঘনিয়ে আসা।
তিনি আরও জানান, বাংলাদেশ আইসিসিকে দুটি চিঠি দিয়েছে এবং আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে সরকার পক্ষ বিষয়টি স্পষ্ট করেছে যে এটি আইসিসির অভ্যন্তরীণ মূল্যায়ন, আনুষ্ঠানিক যোগাযোগ নয়।
বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আইসিসির নোট নিয়ে সরকারি ব্যাখ্যা