চীনে তৈরি একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স রোবট ব্যাডমিন্টন খেলায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ঝেজিয়াং প্রদেশের শাওক্সিং শহরে কয়েকজন মানব খেলোয়াড়ের সঙ্গে ম্যাচে রোবটটি টানা ১ হাজার ৪৫২ বার সফলভাবে শাটলকক ফেরত পাঠাতে সক্ষম হয়। এটি কোনো মোবাইল রোবটের বিরতিহীনভাবে টানা এতবার ‘কাউন্টার হিট’ করার নতুন রেকর্ড হিসেবে স্বীকৃত হয়েছে।
রোবটটি তৈরি করেছে ঝেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি। আয়োজকদের মতে, অ্যাথলেটিক রোবটটি ভিশন সিস্টেম ও গতিনিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সাফল্য চীনের রোবোটিক্স খাতে ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরে।
আয়োজকদের মতে, এই রেকর্ড চীনা প্রকৌশলীদের জটিল ক্রীড়া কার্য সম্পাদনে সক্ষম রোবট তৈরির অগ্রগতির প্রতিফলন।
চীনা রোবটের টানা ১,৪৫২ ব্যাডমিন্টন হিটে বিশ্বরেকর্ড