যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরাইলপন্থি বিক্ষোভকারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। রোববার তারা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন। এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে এফবিআই। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি স্প্রে হাতে বলছিলেন, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’।