Web Analytics

চীনের চংকিং শহরের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ। এর আগে তারা তিমুর লেস্তে (৫-০), ব্রুনাই (৮-০) ও শ্রীলঙ্কাকে (৫-০) হারিয়েছিল। ম্যাচে বদলি খেলোয়াড় বায়েজিদ ৫৯ মিনিটে প্রথম গোল করেন এবং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মানিক ৭২ মিনিটে দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি করেন। শেষ দিকে ৮৫ মিনিটে একটি গোল শোধ করলেও বাহরাইনকে আর সুযোগ দেয়নি বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি করেছে। আগামী ৩০ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে জিতলেই তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠবে। ধারাবাহিক আক্রমণ, সৃজনশীল মধ্যমাঠ ও দৃঢ় রক্ষণভাগে বাংলাদেশ কিশোররা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।

28 Nov 25 1NOJOR.COM

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!