Web Analytics

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, মহানগরীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজশাহীকে একটি সুন্দর, সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। রোববার দুপুরে আরএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি ৩৩তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং নগরীর সমস্যা তুলে ধরেন। কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

30 Nov 25 1NOJOR.COM

নতুন আরএমপি কমিশনার রাজশাহীকে নিরাপদ ও সুন্দর শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন

Person of Interest

logo
No data found yet!