Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন। শিবির সূত্রে জানা যায়, মুজাহিদ ফয়সাল পূর্ববর্তী কমিটির সেক্রেটারি ছিলেন এবং তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী, বর্তমানে এমফিলে অধ্যয়নরত। অন্যদিকে মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার সদস্যরা।

01 Jan 26 1NOJOR.COM

রাবি শিবিরের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী নির্বাচিত

Person of Interest

logo
No data found yet!