Web Analytics

মালয়েশিয়ার কর্মী সঞ্চয় তহবিল (কেডব্লিউএসপি) জানিয়েছে, চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া সঞ্চয় স্কিমে এখন পর্যন্ত ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধিত হয়েছেন। সংস্থাটি একে দায়িত্বশীল নিয়োগকর্তাদের ইতিবাচক অংশগ্রহণ হিসেবে দেখছে, যা বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তবে কেডব্লিউএসপি জানায়, অনেক নিয়োগকর্তা এখনো বাধ্যতামূলক অবদান প্রদান করছেন না, যা পূর্ণ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ অবস্থায় বিদেশি কর্মীদের সুরক্ষা জোরদার ও আইন প্রয়োগ নিশ্চিত করতে কেডব্লিউএসপি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে। এর ফলে দুই সংস্থা এখন অস্থায়ী কর্মভিসা ও বৈধ পাস সংক্রান্ত তথ্য নিরাপদভাবে বিনিময় করতে পারবে।

কেডব্লিউএসপির প্রধান নির্বাহী সাযালিজা জাইনুদ্দিন বলেন, এই সহযোগিতা নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করবে, পরিচয় যাচাই শক্তিশালী করবে এবং অবদান প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করবে। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে বাধ্যতামূলক অবদানের পূর্ণ বাস্তবায়ন শুরু হবে।

12 Dec 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় প্রভিডেন্ট ফান্ডে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন, ইমিগ্রেশনের সঙ্গে সমঝোতা

Person of Interest

logo
No data found yet!