বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে তার সুস্থতা কামনা করেন। তিনি লেখেন, ছোটবেলা থেকে তার একটাই ইচ্ছা ছিল—বেগম জিয়া যেন মমতায় মাথায় হাত রেখে দোয়া করেন। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান জানান, মেডিকেল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গুরুতর অসুস্থ খালেদা জিয়ার জন্য আবেগঘন বার্তা দিলেন ওসমান হাদী, চিকিৎসা চলছে সিসিইউতে