Web Analytics

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০১ জন বিদেশি শ্রমিককে আটক করেছে। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে পরিচালিত এই অভিযানে পাঁচতলা ভবনটি ঘিরে তল্লাশি চালানো হয়। অভিযোগ ছিল, রেস্তোরাঁটিতে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছিলেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, মোট ১১১ জন অভিবাসী ও ৬ জন স্থানীয় কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। আটক ১০১ জনের মধ্যে ৮৬ জন বাংলাদেশি, ১২ জন সিরিয়ান ও ২ জন ইন্দোনেশিয়ান নাগরিক। স্থানীয় ব্যবস্থাপককেও আটক করা হয়েছে। অনেকের কাজের অনুমতিপত্র অন্য সেক্টরের হলেও রেস্তোরাঁয় কাজের অনুমোদন ছিল না।

আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে তদন্ত চলছে। এই অভিযান দেশটির আতিথেয়তা খাতে অবৈধ কর্মসংস্থান দমনে চলমান কঠোর নজরদারির অংশ।

11 Dec 25 1NOJOR.COM

কুয়ালালামপুরে রেস্তোরাঁয় অভিযানে ৮৬ বাংলাদেশিসহ ১০১ বিদেশি শ্রমিক আটক

Person of Interest

logo
No data found yet!