উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি সভাপতি মহসিন রাজা নকভি। বৈঠকে তিনি উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট, হকি ও কাবাডিতে সহযোগিতা বাড়ানো, যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান উদ্যোগে যৌথ কাজের আগ্রহ জানানো হয়। শিক্ষা, স্কলারশিপ এবং নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়েও গুরুত্বারোপ করা হয়। উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান নকভি।